কুলাউড়া দানাপুরে গুগালি নদীর ভয়াবহ ভাঙন:
প্রকৃতির নিষ্ঠুরতায় একটানা ভারী বর্ষণের পর গুগালি নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে আশপাশের গ্রামগুলো প্লাবিত করে দিয়েছে। কুলাউড়ার দানাপুর এলাকায় এখন শুধুই পানি আর পানির স্রোত। ঘরবাড়ির চারপাশ দিয়ে ছুটে চলা স্রোত যেন গিলে খেতে চায় মানুষের কষ্টে গড়া বসতভিটা। ছবিতে দেখা যাচ্ছে— ঘরের পাশ দিয়ে প্রবল স্রোতে পানি ঢুকে পড়ছে ভেতরে; গ্রামের চলাচলের পথ
পরিণত হয়েছে নদীর খালে;
বাঁশের বেড়া ঘেরা উঠোনের গেটের ভেতর দিয়ে টইটম্বুর পানিতে ডুবে গেছে মানুষের স্বপ্ন;
পেছনের সবুজে ঘেরা পরিবেশে যেন চাপা কান্নার সুর।
এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। মানবিক সহায়তা, প্রশাসনিক নজরদারি এবং টেকসই বাঁধ নির্মাণ ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।