যুক্তরাজ্য লেস্টার প্রবাসী কমিউনিটি নেতা সমাজসেবক আব্দুস সালাম পেলেন আজীবন সদস্যপদ ও সম্মাননা
যুক্তরাজ্য লেস্টার প্রবাসী কমিউনিটি নেতা সমাজসেবক আব্দুস সালাম পেলেন আজীবন সদস্যপদ ও সম্মাননা নিউজ ডেক্স: সমাজসেবায় উজ্জ্বল নক্ষত্র, যুক্তরাজ্যের লেস্টার কমিউনিটির নেতা ও মানবিক ব্যক্তিত্ব আব্দুস সালাম কে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়েছে এক অনন্য, হৃদয়ছোঁয়া সংবর্ধনা অনুষ্ঠান। মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন (রেজি:
মৌল-০৩৬) ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যৌথ আয়োজনে আয়োজিত এই সম্মাননা অনুষ্ঠানে আব্দুস সালামকে ক্লাবের আজীবন সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ মাহমুদুর রহমান এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাংবাদিক হুমায়ুন আহমেদ বাপ্পি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি ও সিনিয়র সাংবাদিক খালেদ চৌধুরী
মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: জাফর ইকবাল
বিশিষ্ট লেখক ও সমাজসেবক অ্যাডভোকেট মোস্তাক আহমদ মম
অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম।
এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক জুবায়ের আহমদ, দেওয়ান মুনাকিম চৌধুরী, সাইদুল ইসলাম, নাসরিন প্রিয়া, মঞ্জু বিজয় চৌধুরী, বিকাশ, জাহাঙ্গীর আহমদ, গোবিন্দ, রুয়েল আহমদ, জুয়েল আহমদ রানা, কাউসার আহমদ, ময়নু হোসেন, আব্দুল হাদী রাফি, মামুনুর রশিদ তরফদার, আহমেদ পায়েল, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, আলী মোহাম্মদ, জসিম উদ্দিন, রুবেল আহমেদ, মো: ফজলুর রহমানসহ আরও অনেকে।
বক্তারা তাঁদের বক্তব্যে প্রবাসে থেকেও আব্দুস সালামের সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, “আব্দুস সালাম শুধু একজন সমাজসেবক নন, তিনি প্রবাস ও দেশের মাঝে একটি মানবিক সেতুবন্ধন। তাঁর প্রতিটি পদক্ষেপ সমাজের জন্য অনুপ্রেরণা।”
অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে আব্দুস সালামের হাতে একটি সম্মাননা ক্রেস্ট ও আজীবন সদস্যপদ কার্ড তুলে দেওয়া হয়। আবেগঘন পরিবেশে আব্দুস সালাম এই সম্মাননা গ্রহণ করেন এবং ভবিষ্যতেও সমাজকল্যাণে সক্রিয় থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এই ব্যতিক্রমধর্মী আয়োজনে মৌলভীবাজারের সাংস্কৃতিক ও সাংবাদিক অঙ্গনে আব্দুস সালামের প্রতি যে ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ পেয়েছে, তা নিঃসন্দেহে অনন্য উদাহরণ হয়ে থাকবে।