রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে দুর্ভোগ, জলাবদ্ধতায় থমকে যান চলাচল
রাজধানী ঢাকায় আজ দুপুরের পর হঠাৎ প্রবল বৃষ্টিপাত শুরু হলে নগরজীবনে চরম দুর্ভোগ নেমে আসে। মাত্র এক ঘণ্টার টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিশেষ করে মালিবাগ, বাড্ডা, মিরপুর, ওয়ারী এবং কারওয়ান বাজার এলাকায় রাস্তাঘাটে হাঁটু পানি জমে গেছে। বৃষ্টির কারণে অফিস ছুটির সময় কর্মজীবীদের পড়তে হয়েছে তীব্র যানজটে। অনেকেই রিকশা
বা বাস না পেয়ে হেঁটেই গন্তব্যের দিকে রওনা হন। রাজধানীর মিরপুর ১০ নম্বর থেকে আসা এক যাত্রী বলেন, "প্রতিবারের মতো এবারও বৃষ্টি মানেই ভোগান্তি। রাস্তা ভেসে গেছে, যানবাহন নেই, অনেকটা পথ হেঁটেই যেতে হয়েছে।" ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও অতিরিক্ত বৃষ্টিপাতে সাময়িকভাবে সমস্যা দেখা দেয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।